রাজবাড়ীর গোয়ালন্দে স্কুল শিক্ষার্থীদের অগ্নিঝড়া মার্চের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধারা। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। সভাপতিত্ব করেন গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারনমূলক গল্প বলেন গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন মোল্লা, সাবেক সভাপতি আজু শিকদার, সাংবাদিক সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম হালিম, মো. সাজ্জাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। সভায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মুক্তিযুদ্ধের গান ও কবিতা পরিবেশন করেন।