রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ মো. শিপন সরদার (২৮) নামে এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার ককরা হয়। সে ফরিদপুর সদর উপজেলার বসু নরসিংহদিয়া এলাকার মো. নিজাম সরদারের ছেলে।
অপরদিকে দৌলতদিয়া থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তারা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সামছু মাষ্টার পাড়া’র মো. হাশেম শেখের ছেলে মো. হুমায়ুন শেখ ওরফে হুমাই (২১) ও দৌলতদিয়া ৬নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়া’র মৃত শাহাজউদ্দিন ব্যাপারী’র ছেলে মো. নজরুল ব্যাপারী (৩২)। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া রেলষ্টেশন মসজিদের পিছনে গ্রেপ্তারকৃত মাদক কারবারি হুমায়ুন শেখ ওরফে হুমাই’র বসত বাড়ির পাশে হতে তাদেরকে ১শ পিস ইয়াবাসহ সহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।