পহেলা ফাল্গুন। বসন্ত উৎসবে সেজেছে শিমুল গাছ, সেজেছে প্রকৃতি। বসন্ত সাজে সেজেছে গোয়ালন্দের অন্যতম বিদ্যাপীঠ সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ বটতলা। সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দের আয়োজনে পালন করা হয়েছে বসন্ত বরণ উৎসব। বুধবার বিকেল ৩ টা হতে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি’র সঞ্চালনায় সংগঠনের সভাপতি গণেশ পাল’র সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ কে এ মহিত হিরা, গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ শিল্পকলা একাডেমী ও উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম প্রমুখ।