মোক্তার হোসেন, পাংশা ॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় উপজেলার বাহাদুরপুর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার জামরুল ইসলাম মন্ডল (৪৯) ধরা খেয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা, বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ মঙ্গলবার সকালে জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত ইউপি সদস্য জামরুল ইসলাম মন্ডল বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে। জামরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে একই গ্রামের কামাল উদ্দিন প্রামানিক বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১, তারিখ ১/৩/২০২২ ইং।
জানা যায়, ইউপি মেম্বার জামরুল ইসলাম মন্ডল একই এলাকার ৭ম শ্রেণিতে পড়ুয়া (১৪) এক মেয়েকে ২৫/০২/২০২২ রাত ১০ ঘটিকা হতে ২৬/০২/২০২২ ভোর ৫ ঘটিকার মধ্যে যে কোন সময় ফুসলাইয়া তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে আটক রাখে। পুলিশ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আসামী জামরুল ইসলামকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে। আসামী জামরুল ইসলাম মন্ডলকে পাংশা মডেল থানা থেকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিমকে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান এবং মেডিকেল টেস্ট করানো হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, গত শুক্রবার ওই স্কুল ছাত্রীকে অপহরণের পর ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয় বাহাদুরপুর ইউপির নবনির্বাচিত ইউপি মেম্বার জামরুল ইসলাম মন্ডল।