রাজবাড়ীর সদর উপজেলার উড়াকান্দা এলাকায় যুব মুক্তি ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪ টায় উড়াকান্দা যুব মুক্তি ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রাজবাড়ী লক্ষীকুল দিশারী সংঘ ক্লাব বনাম রাধাকান্তপুর ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় রাধাকান্তপুর ফুটবল একাদশ ৩-১ গোলে লক্ষীকুল দিশারী সংঘ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন দলের পক্ষে বাংলাদেশে বসবাসরত নাইজেরিয়ার বংশোদ্ভূত দুই জন খেলোয়াড় চমৎকার খেলা প্রদর্শন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং যুব মুক্তি ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ফাইনাল খেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতি ছিল দেখার মতো।