রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল হরিসভা, শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির, বিবেকাননন্দ পল্লী মন্দিরসহ বেশ কয়েকটি দুর্গা পূজাম-প পরিদর্শন করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সহকারী কমিশনার মিজানুর রহমান এবং পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক উৎসবমুখর পরিবেশে নিশ্চিন্তে শারদীয় দুর্গাপূজা পালনে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।