শরতের আগমন
পারভীন হক
কাঁশফুল দোলে বাতাসে
শরতের শুভ্র আকাশে।
জলের স্নিগ্ধ কলধ্বনি
প্রকৃতির নির্মল সজিবতায়
প্রজাপতি ডানা মেলে
মধুময় ফুলের বুকে।
শিউলী ফুটে মন মাতানো সৌরভে।
নিজেকে হারাই ভোরের সোনালী আভায়।
এক চিলতে রোদের মায়ায়।
ঘাসের ডগায় শিশির বিন্দু
শরৎ যাপনে অপার সিন্ধু।
চাঁদের বিভা জলের গায়ে
শিল্পীর আঁকা তুলির রেখা
মন ভূলানো রূপে আমার
বাংলা মায়ের ছবি দেখা।
ছবির মাঝে শরৎ ভাসে
ঝিরিঝিরি বাতাসে
কাশফুল হাসে।