রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বুধবার ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রিড়া (সাঁতার) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ সাঁতার প্রতিযোগীতায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন স্কুলের ১০ জন ক্রিড়া বিভাগের শিক্ষক এ সাঁতার প্রতিযোগীতা পরিচালনা করেন। জেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য এ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্য থেকে বাছাই করে একটি দল তৈরি করা হবে। এবং এটি প্রতিবছরই হয়ে থাকে বলে জানান কয়েকজন শিক্ষক। এটির আয়োজনে ছিলেন পাংশা উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগড়ি ক্রিড়া সমিতি।