শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

পাংশায় মাসিক আইন-শৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় মো. জিল্লুল হাকিম এমপি যে কোন মূল্যে নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি কাটা বন্ধ করতে হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৭ Time View

॥ মোক্তার হোসেন ॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, পদ্মা ও গড়াই তীরবর্তী এলাকার মানুষের জানমাল রক্ষায় যে কোন মূল্যে নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি কাটা বন্ধ করতে হবে। অবৈধভাবে নদী থেকে বালি ও মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সোমবার দুপুরে পাংশা উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন তিনি। মো. জিল্লুল হাকিম এমপি আরও বলেন, এলাকার মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রশাসন ও জনপ্রতিনিধি পরস্পর সমন্বয় করে প্রয়োজনে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে নদী থেকে অবৈধ ভাবে বালি ও মাটি কাটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানকে ধন্যবাদ জানিয়ে জিল্লুল হাকিম এমপি বলেন, বর্তমান সময়ে আইন-শৃংখলা পরিস্থিতি ভালো। কিন্তু ভালো বলে বসে থাকা যাবে না। অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপর হতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

মো. জিল্লুল হাকিম এমপি বলেন, মুজিববর্ষের অর্জন ধরে রাখতে হবে। মুজিববর্ষের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আরও দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্বারোপ করেন তিনি। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আইন-শৃংখলা কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) এবং পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান প্রমূখ বক্তব্য রাখেন।

আইন-শৃংখলা কমিটির সভা শেষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ। সমন্বয় কমিটির সভায় উপজেলার ১০টি ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি উপজেলার ১০টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (মাছপাড়া ইউপি), মো. সজিব হোসেন (বাহাদুরপুর ইউপি), আল মামুন খান (হাবাসপুর ইউপি), আবু হোসেন খান (যশাই ইউপি), ইমান আলী সরদার (বাবুপাড়া ইউপি), আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামানিক (মৌরাট ইউপি), আজমল আল বাহার বিশ্বাস (সরিষা ইউপি), বিলকিছ বানু (কলিমহর ইউপি) আব্দুর রব মোনা বিশ্বাস (পাট্টা ইউপি) ও শাহরিয়ার সুফল মাহমুদ (কসবামাজাইল ইউপি)কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সভায় বরণ করে নেন।
সভায় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com