কালার পেন্সিল আর্ট একাডেমি এন্ড গ্যালারীর আয়োজনে শনিবার দিনব্যাপী আউটডোর আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলার কুঠি পাচুরিয়া জমিদার বাড়িতে চিত্রশিল্পী সেলিম খান শিশুদের নিয়ে এই আর্ট ক্যাম্পের আয়োজন করে।
আয়োজক সেলিম খান জানান, আমরা চাই শিশুদের রাজবাড়ীর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা তৈরি হোক। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করার এটি একটি সুযোগ। পড়ালেখার পাশাপাশি চার দেয়ালের বাইরে এটি একটি শিশুদের জন্য ভালো বিনোদন হতে পারে। শিশুরা দিনব্যাপী জমিদার বাড়ির ছবি এঁকেছে তাদের মনোজগতের রঙের খেলায়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। এজন্য অভিভাবকদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। ভবিষ্যতে আরো নতুন নতুন বিষয় নিয়ে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।