গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কৃষকদের অংশগ্রহণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯টায় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন বেপারী পাড়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। চারশ কৃষক এতে অংশগ্রহণ করেন। কৃষক সমাবেশের আয়োজন করে ফসল বৃদ্ধির শক্তি এগ্রোস্যাল লিমিটেড। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোস্যাল লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. মহসিন ইমাম।
সফল কৃষক আব্দুল মালেক শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, এগ্রোস্যাল লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মিল্টন মিয়া, এগ্রোস্যাল লিমিটেডের পরিবেশক গোয়ালন্দ বাজার আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বারবার কৃষিতে পুরস্কারপ্রাপ্ত কৃষক হুমায়ন আহমেদসহ এগ্রোস্যাল লিমিটেডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সমাবেশের প্রধান বক্তা এগ্রোস্যাল লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মহসিন ইমাম বলেন, বাংলাদেশের সর্ব প্রথম অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত ট্রাইকোডার্মা ও ব্যাসিলাস সমৃদ্ধ এগ্রোস্যাল কোম্পানির জৈব সার হলো মাটির প্রাণ। এ জৈব সার ধান, গম, ভুট্টা, মরিচ, শসা, টমেটো, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, করলা, বিভিন্ন ফলজ উদ্ভিদ, চা-বাগানসহ সকল ফসলেই ব্যবহার করা যায়।
অনুষ্ঠানে দৌলতদিয়া ইউনিয়নের সেরা কৃষকদের মাঝে পুরস্কার এবং উপস্থিত সকল কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সবশেষে আমন্ত্রিত অতিথি, এগ্রোস্যাল লিমিটেডের পরিবেশক কর্মকর্তা এবং উপস্থিত সকল কৃষক একসাথে নৈশভোজে অংশ নেন।