রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (দাবা, কাবাডি, সাঁতার, ফুটবল) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বালিকাদের ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুল।
নির্ধারিত সময়ের খেলায় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুল ১-০ গোলে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে একমাত্র গোলটি করেন নবম শ্রেণির শিক্ষার্থী সম্পা আক্তার।
মঙ্গলবার সকালে গোয়ালন্দ প্রপার হাই স্কুল মাঠে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতা শেষে বিকেলে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলের পুরস্কার গ্রহণ করেন স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ ও দলীয় অধিনায়ক শিউলি আক্তারসহ টিমের সকল সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমদ, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া প্রমুখ।