রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার উপজেলার লোকমান হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় জাতীয়তাবাদী পল্লী চিৎসকরা এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সম্মেলনে পল্লী চিকিৎসক নাসির উদ্দিন মন্ডলকে সভাপতি এবং পলাশ মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।
মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, রাজবাড়ী জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রব হিটু, গোলাম নছর আলী, সাধারণ সম্পাদক লিটন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু প্রমুখ।