রাজবাড়ী জেলার কালুখালীতে মোটরসাইকেল রেস করতে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার দিবাগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘি-কমলা এলাকার মোহাম্মদ বক্করের ছেলে আরিফ (২২) ও পাংশা পৌরসভার পালপাড়া এলাকার অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস (১৭)। আহত ব্যক্তির নাম শাওন (২১)। তিনি পালপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার পর ৪ জন দুইটি মোটরসাইকেল নিয়ে রেস করছিলেন। শেষবার কালুখালী থেকে পাংশা যাওয়ার পথে মোটর সাইকেল দুটির সাথে সংঘর্ষ হয়। এতে তারা রাস্তার উপর ছিটকে পরেন। পরে অজ্ঞাত কোনো গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই ২ জনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরত্বর আহত শাওনকে উদ্ধার করে কালুখালী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে সেখান থেকে পরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন বলেও জানা গেছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। তাদের কারও মাথায় হেলমেট ছিলনা। ধারণা করা হচ্ছে মোটর সাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন তারা। এরপর হয়তো বা কোনো গাড়ি তাদের কে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই ২ জন মারা যায়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।