টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় অবস্থিত যৌনপল্লীর মায়েদের মাঝে টাইফয়েডের রেজিষ্ট্রেশন ও টিকাদান উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে যৌনপল্লীর ভেতর চেয়ারম্যান গলিতে দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত শিশুর মায়েদের নিয়ে ক্যাম্পেইন আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক সুলতান উদ্দিন আহমেদ ও মো. সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, মুক্তি মহিলা সমিতি প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মঞ্জুসহ এনজিও কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী।
এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ৯ম শ্রেণী অথবা সমমান শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত সকল শিশু উপজেলার স্থানীয় ঊচও কেন্দ্র, স্কুল / মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান (নির্ধারিত দিনে) স্থায়ী কেন্দ্রে (ক্যাম্পেইনের সকল দিনে) ঞঈঠ টিকা ফ্রি দেয়া হবে।
এর আগে টাইফয়েড ভ্যাকসিন নিতে শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।