রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরন শুরু হয়েছে। গত সোমবার সকাল ৯ টা থেকে ১৫ টাকা কেজি দরে ৫২৫ জন কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময় তদারকি কর্মকর্তা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ডিলার মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ইউনিয়নের সাধারণ মানুষ যাতে সঠিকভাবে চাল পায় সে বিষয়ে সর্বদা ডিলার পয়েন্ট গুলোতে খোজ খবর রাখছি।