রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শিশু খাদ্যে ভেজাল ও অনিয়মের দায়ে সায়মা আইসরবো নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান। এতে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক ও পুলিশ সদস্যরা।
জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযোগের ভিত্তিতে স্বর্ণগড়া গ্রামের ‘সায়মা আইসরবো’ নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়ক ব্যবহার, আমদানিকারকের তথ্যবিহীন ফ্লেভার ও রং মেশানো, উৎপাদনের তারিখে জালিয়াতি এবং মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদন ব্যবস্থা নিশ্চিত হওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উৎপাদিত ও মজুদ থাকা ভেজাল শিশু খাদ্যগুলো ধ্বংস করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু খাদ্যে ভেজাল মিশ্রণ মারাত্মক অপরাধ। অভিযোগ পেলে নিয়মিত অভিযান চালিয়ে যাবো।