রাজবাড়ী গোয়েন্দা শাখার অভিযানে রাজবাড়ী সদর থানার মামলার ১ জন তদন্ত প্রাপ্ত আসামী গ্রেপ্তার হয়েছে।
১৮ আগস্ট বিকেলে গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলীর পাড়ার আব্দুর রব খানের সন্তান সেলিম খান (৪০) কে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, আসামী গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি, ২টি স্টিলের চাপাতি ও নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা উদ্ধার করা হয়। আসামী সেলিম খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।