বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে উপজেলা শ্রমিক দল। এ উপলক্ষে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আনসার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক সোবাহান মিয়া’র নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ও শ্রমিকসহ মৈশালা (বড়গাছি) বাস স্টান্ড থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে রেলগেট, ট্যাম্পু স্ট্যান্ড ও কালীবাড়ি মোড় সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাংশা সরদার বাস ষ্ট্যান্ডে এসে শেষ হয়। পরে এসময় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ্ব মো. মুজাহিদুল ইসলাম (মুজাহিদ)। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোবাহান মিয়া। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অতিথিরা মহান মে দিবস এর তাৎপর্য তুলে ধরেন। পরে বর্ণাঢ্য র্যালি সহ রাজবাড়ী জেলা প্রোগ্রামে যোগ দেন।