রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৯ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১ টায় এসকল কার্যক্রমের লক্ষ্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুল দিয়ে সাদর অভ্যর্ত্থনা জানান উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ও সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারী কার্যক্রম বাস্তবায়নে উপকরণ বিতরণ করেন তিনি। পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসক সুলতানা আক্তারকে পেঁয়াজ উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে একটি কাঠবাদামের চারা রোপণ এবং অনাবাদি পতিত জায়গায় বস্তায় আদা চাষ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদার অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খোয়াজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।