রাজবাড়ীর পাংশায় রাতের আঁধারে এক কৃষকের কয়েক শত পেঁপে-পেয়ারা ও আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নের পারডেমরা মারা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম সালাউদ্দিন আহম্মেদ হিরক। সে একই গ্রামের আলী আহম্মেদ মৃধার ছেলে।
কৃষক সালাউদ্দিন আহম্মেদ হিরক জানান, তিন বছর আগে ১৫ একর জমিতে মিশ্র ফলের বাগান করেছিলেন। রাতে তার বাগানের ৪শ পেপে, ১শ পেয়ারা ও ১শ আম গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা। এতে কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক সালাউদ্দিন আহম্মেদ হিরক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।