কালুখালী থানা পুলিশ নিরব শেখ (১৭) হত্যার ঘটনায় নজরুল শেখ নামে একজনকে গ্রেফতার করেছে। সে কালুখালী উপজেলার লস্করদিয়া গ্রামের আক্কাছ শেখের ছেলে।
কালুখালী থানা সূত্র জানায়, গত ২০ এপ্রিল ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে আদালতে প্রেরণ করা হয়। সে ১৬৪ ধারা মোতাবেক আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।