সুর-গীত, শোভাযাত্রা আর বহুত্বের আনন্দ আয়োজনে বৈশাখের প্রথম প্রভাতে নতুন বর্ষকে বরণ করে নিয়েছে গোটা বাংলাদেশ। বাজছে ঢাক, বাজছে বাদ্য-বাঁশি, কণ্ঠ উঠছে শিল্পীর, রঙিন পোশাক পরছে বাঙালি, উৎসব দেশজুড়ে। ‘এসো হে বৈশাখ’ অনুরণন তুলেছে লাল-সবুজে হৃদয় মোড়া বাংলাদেশে।
রাজবাড়ীর পাংশায় বাংলা নববর্ষ-১৪৩২ কে বরণ করে নেয়ার জন্য উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: এবাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহম্মদ জাহাঙ্গীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের নানা বিষয় স্থান পায়। আনন্দ শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, বাঘ, সিংহ, হাতি, একতারা, পালকি, হাতপাখাসহ বিভিন্ন ধরণের ফেস্টুন নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. আবু দারদা। বিকাল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।