রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে উত্তর দৌলতদিয়া পুড়াভিটা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নেয়াকালীন সময়ে হাতেনাতে ৩ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন রাজবাড়ী জেলার সদর উপজেলার সূর্য্য নগর গ্রামের মুসলেম সরদারের ছেলে মো: আকাশ সরদার (১৯), রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনী নগর গ্রামের ইউনুচ সরদারের ছেলে মো: মিনহাজুল সরদার (২০), রাজবাড়ী সদর উপজেলার চর নারায়নপুর গ্রামের মো. আজাহার মাষ্টারের ছেলে মো: আতাহার (২৬)।
গোয়ালন্দ ঘাট থানা ও এজাহার সূত্রে জানা যায়, ১৭ মার্চ দিবাগত রাত ১১ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই আমিনুল হক সংগীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পুড়াভিটা হতে তাদেরকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ডাকাতির জন্য ব্যবহৃত ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি নীল রংয়ের সুজুকি ১৫০ সিসি মোটর সাইকেল জব্দ করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।