ওসি এবং এসআইসহ তিনজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে পাংশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাংশার সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের জনগনের আয়োজনে সোমবার শহরের আব্দুল মালেক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাংশা প্রেসক্লাবের আহবায়ক জিয়া পরিষদের সভাপতি পাংশা মহিলা কলেজের শিক্ষক এম এ জিন্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিয়া টিপু, পাংশা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা আবুল হোসেন কলেজের শিক্ষক আলমগীর হোসেন, জামায়াত নেতা আবু সাঈদ, জেলা ছাত্রদলে নেতা সজীব রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর শিকদার প্রমুখ। বক্তাবা বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যহার করতে হবে, একজন ভাল পুলিশ অফিসারের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবী জানান তারা।