পাংশায় শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর উদ্যোগে শুক্রবার সকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। সংগঠনের সভাপতি কৃষ্টি কাকলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু মুয়ীদ খান।
দিনব্যাপী এ শিক্ষা উৎসবে পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাতশ ছাত্র-ছাত্রী কুইজ, চিত্রাংকন, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন প্রমুখ।