রাজবাড়ী পাংশার মৈশালায় দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নিজস্ব শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার মৈশালা বাজারে সামস্ ভবনে নতুন এ শো-রুমের এ উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধনী শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম সাহাদুজ্জামান এজিএম (শো-রুম ডিভিশন) শফিকুর রহমান (পাংশা ব্রাঞ্চ ম্যানেজার)। ইনভেষ্টার ফিরোজ হায়দার। সহকারি ব্রাঞ্চ ম্যানেজার রাসেল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শাহাদুজ্জামান সহ মিনিষ্টার মাইওয়ান সংশ্লিষ্টরা মিনিষ্টার মাইওয়ান পন্যের গুনগত মান সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন এবং মিনিষ্টার মাইওয়ান কোম্পানীর টিভি ফ্রিজ সহ সকল পণ্যে ব্যাবহারে উদ্বুদ্ধ করেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে কোটিপোতি অফার।