রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার উপজেলার লাঙ্গলবাধ সড়কের মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সরিষা ইউনিয়নের মো. শরিফুল ইসলামের ছেলে শুভ (১৮), ও মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয় (২৪)। এ ঘটনায় রিফাত (১৭) নামের একজন আহত হয়েছে। আহত রিফাত উপজেলার সরিষ ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মো. মনজুর ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. বিল্পব হোসেন বলেন, শুভ ও তার দুই বন্ধু মোটরসাইকেলে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছি। মাদ্রাসার সামনে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর সাইকেলে থাকা তিনজনই আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে শুভ ও তার বন্ধু নিলয় মারা যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম খান বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত রিফাতের চিকিৎসা চলছে।