রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তালা ভেঙ্গে ২টি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে কলিমহর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় পাংশা মডেল থানায় ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার’র কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।