পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাসের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চেয়ারম্যান সহ ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় ইউনিয়নের বয়রাট গ্রামে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।
আহতরা হলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস, তার ভাই আব্দুর রহিম, সাজেদুর রহমান ডাবলু, এনামুল হক বাবলু, ভাতিজা ফুরকান, স্ত্রী শায়লা বেগম, ভাতিজি সিনথিয়া।
এনামুল হক বাবলু জানান, ৬০-৭০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে ৬ টি ঘরের দরজা ভেঙে আমার ভাই চেয়ারম্যান আব্দুর রব মুনা, আব্দুর রহিম, ডাবলু, ভাবী ও ভাতিজাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় ঘরের মালামাল ভাঙচুর করে নগদ প্রায় ৩০ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও ৩টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। আমাকে ও ভাতিজি সিনথিয়াকে হকিস্টিক এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। আওয়ামীলীগ করায় আমাদের পরিবারে এই হামলা চালানো হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে সকালে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) স্যারের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।