রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে খেয়া ঘাটের ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
খেয়া ঘাটের ইজারাদার মনোরঞ্জন সিকদার জানান, দীর্ঘ দিন যাবৎ এই ঘাট সরকারি বিধিমালা অনুযায়ী ইজারা নিয়ে পরিচালনা করে আসছেন। শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করছে। গত শনিবার শরিফুল তার লোকজন নিয়ে ঘাটে আসে এবং তাকে গালাগালাজ করে সাত লক্ষ টাকা চাঁদা দাবি করে। তার ছেলে কথা বলতে গেলে মারপিট করে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মো. শরিফুল ইসলাম কে মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।