রাজবাড়ী কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রশিদ, এসআই হাসানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুর রশিদ, স্বাস্থ্য পরিদর্শক শুশিল রাহা প্রমুখ বক্তব্য প্রদান করেন।
৪ থেকে ৭ জুন কালুখালী উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৭৭০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ১শ ৬৯টি কেন্দ্র ও ৩৩৮ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।
পরিকল্পনা সভায় কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম জানান, শতভাগ শিশু যাতে টিকা গ্রহণ করতে পারে এজন্য নজর রাখা হয়েছে। প্রত্যন্ত এলাকার শিশুরা যাতে বাদ না পরে জন্য তদারকি জোরদার করা হবে।