শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

‘কমলকৃষ্ণ গুহ: একজন মানবতাবাদী চিন্তক’ স্মারকগ্রন্থ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬ Time View

‘কমলকৃষ্ণ গুহ: একজন মানবতাবাদী চিন্তক’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি সম্পাদনা করেছেন কমলকৃষ্ণ গুহ’র সহধর্মিনী সবিতা গুহ।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন রাজবাড়ী উদীচীর সভাপতি অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, অরণীর সভাপতি মুনীরুল হক মুনীর, অ্যড. শফিকুল আযম মামুন, অ্যড. মানিক মজুমদার, নিয়াজ শেখ আইয়ুব, কমলকান্তি সরকার, সাংবাদিক বাবু মল্লিক, অ্যড. মাহবুব রহমান, ধীরেন্দ্র নাথ দাস, মুজিব আলম বকুল, অরুণ কুমার সরকার, অপূর্ব দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলকৃষ্ণ গুহ’র সহধর্মিনী সবিতা গুহ।

বক্তারা বলেন, কমলকৃষ্ণ গুহ ছিলেন প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি কখনও অন্যায়ের সাথে আপস করেননি। আদর্শের রাজনীতি থেকে কখনও বিচ্যুত হননি। তার ক্ষুরধার মেধার কাছে আমরা সব সময় হেরে যেতাম। ১৯৮৮ সালে প্রলয়ংকারী বন্যার পর জেলার মানুষের তখন চরম দুর্দশা। তিনি তার কয়েকজন অনুজকে সাথে নিয়ে শহরের ময়লা আবর্জনা ও ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ করেছিলেন। যা সবার কাছে প্রশংসিত হয়েছে। তার কাছে কোনো ভেদাভেদ ছিলনা। গরীবের উকিল বলে তিনি খ্যাত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com