রাজবাড়ী সদর থানার পুলিশ কৃষকলীগের নেতা ইলিয়াস মোল্লা মিঠুকে গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। গত মঙ্গলবার ভোরে রাজবাড়ী সদর থানার পুলিশ মিঠুকে গ্রেপ্তার করে। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মিঠুকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে চালান করা হয়েছে।