‘দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে লিগ্যাল এইড দিবস পালিত হয়েছে।
বালিয়াকান্দি প্রতিনিধি সনজিৎ কুমার দাস জানান, বালিয়াকান্দিতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় বহরপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে র্যালীটি বালিয়াকান্দি বহরপুর ইউনিয়ন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজোয়ান ইসলাম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী লিপি আক্তার প্রমুখসহ বহরপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন বহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান। বক্তারা বলেন, গ্রাম আদালত বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে যত সহজে আইনি সহায়তা পাওয়া যায়, কোন খরচ ছারা অন্য কোনো জায়গায় তা পাওয়া যায় না, তাই সকল কে বলি আপনারা আগেই থানা কোট না করে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে আইনি সহায়তা নেন, প্রত্েযক নাগরিকদের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। আইন সবার জন্যই সমান।
গোয়ালন্দ প্রতিনিধি সাজ্জাদ হোসেন জানান, ‘দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর সাড়ে ১২ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে র্যালী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহবুব ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন স্থানীয় আদালত বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কোনো খরচ ছাড়াই সহজে আইনি সহায়তা পাওয়া যায়, অন্য কোনো জায়গায় তা পাওয়া যায় না, তাই সকলকে বলি আপনারা আগেই থানা কোট না করে, স্থানীয় আদালতের মাধ্যমে আইনি সহায়তা নেন। প্রত্যেক নাগরিকদের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। আইন সবার জন্যই সমান।
কালুখালী সংবাদদাতা জানান, বর্ণাঢ্য আয়োজনে সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: জাহেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাহার আলী, সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, পাট উন্নয়ন কর্মকর্তা আবু রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।