রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পাংশা সাব-রেজিস্টার অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। সুব্রত কুমার দাস সাগর পাংশা পৌর শহরের নারানপুরের বাসিন্দা। তিনি বাংলাদেশ স্টাম্প ভেন্ডার সমিতির সভাপতি এবং পাংশা আদী মহাশ্মশানের সভাপতি দায়িত্ব পালন করছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন জানান, সুব্রত কুমার দাস সাগরকে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।