বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কীভাবে আরও ইতিবাচক ও আরও কল্যাণমুখী করা যায় সেই লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে। আগামীতে দেশের সাধারণ শিক্ষার্থীদের চাহিদা ও মতামতের ভিত্তিতেই ছাত্রদলের রাজনীতি চলবে। সাধারণ শিক্ষার্থীদের মেন্ডেটের বাইরে ছাত্রদল ভবিষ্যতে রাজনীতি করবে না।
রাজবাড়ীতে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের বার্তা নিয়ে রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তিনি আরও বলেন, গত সাড়ে ৩ মাসে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে গতানুগতিক দখলদারত্বের রাজনীতি পুরোপুরি বন্ধ হয়েছে। পাশাপাশি জোর করে মিছিলে নিয়ে যাওয়া এবং জোর করে জমায়েত দেওয়া গেস্টরুম কালচারের মতো যে ভয়াবহ রাজনীতি সেটা একেবারে বিলুপ্ত হয়েছে। এখন থেকে সাধারণ শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক চাহিদা ও মতামতের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হবে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের মাঝে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সম্বলিত লিফলেট বিতরণ ও কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুসতাসিম বিল্লাহ অপু, গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. টোকন মন্ডল, সহ-সভাপতি মো. জামিল সরদার, সাংগঠনিক সম্পাদক তানভীর খান রনিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।