রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রথিতযশা শিক্ষক আফসার উদ্দীন আর নেই। বৃহ:স্পতিবার সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন( ইন্না-লিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। আফছার উদ্দিন কালুখালীর সূর্যদিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আফসার উদ্দীন ১৯৯৮ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতায় যোগদান করেন। তার প্রথম কর্মস্থল মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর গড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ২০০৭ সালে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হন।
একজন দক্ষ শিক্ষক হিসেবে তার জুড়ি মেলা দায়। জানাজার পূর্বে তার স্মৃতিচারণ করতে গিয়ে সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস জানান, সততা, বিনয়ী ও দক্ষতায় আফসার উদ্দীন সবার সেরা ছিলেন। তিনি ছিলেন মানুষ গড়ার এক অনন্য কারিগড়। শনিবার দুপুরে নিজ হাতে গড়া সূর্যদিয়া জামে মসজিদে তার জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।