নিয়মতান্ত্রিক ও বৈধভাবে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নেওয়ার পরও দৌলতদিয়া হাট ও বাজারের খাজনা আদায়ে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইজারাদার প্রতিষ্ঠান দেওয়ান ট্রেডার্স। সোমবার বিকেলে গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ান ট্রেডার্সের পার্টনার ও গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেওয়ান ট্রেডার্স সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে দৌলতদিয়া বাজার ইজারা নেওয়ার পরও কিছু মানুষের বাধার কারণে আমরা খাজনার টাকা তুলতে পারছি না। তারাই জেলে ও ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। চলতি বছরের ১৯ মার্চ দেওয়ান ট্রেডার্স ৩২ লাখ ৮৩ হাজার ১০০ টাকায় দৌলতদিয়া বাজারের ইজারা গ্রহণ করে। সরকারি নির্দেশনা অনুযায়ী ১ বৈশাখ থেকে শতকরা ৫ টাকা হারে খাজনা আদায়ের অনুমতি থাকলেও জেলেদের দুর্দশার কথা বিবেচনা করে ৩ টাকা হারে খাজনা নির্ধারণ করা হয়।