রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে ঈদগাঁও কমিটি গঠন নিয়ে হামলায় ৬ জন আহত হয়েছে। গত ২ এপ্রিল সকাল ১০ টায় দক্ষিণ নগরবাথান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সুজন মুন্সী (২৯), সজীব আবু নাছের (২৫), রফিকুল ইসলাম (৪৬), রকিবুল ইসলাম (২৮), আনোয়ার (২৮) ও মিরাজ হোসেন (৩২) । এ ঘটনায় আব্দুল গফুর জোয়াদ্দার বাদী হয়ে কালুখালী থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো গোলাম মোস্তফা, শহিদুল ইসলাম, আসাদ, আব্দুল খালেক, শামীম, রাজীব, সুমন জোয়াদ্দার, রুহুল আমিন, শুকুর আলী, আমিরুল, আনছার আলী, নাইম জোয়াদ্দার, আব্দুল রশিদ (৩৫), আলম মন্ডল, আলেপ মন্ডল, হাছান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সকাল ১০টায় দক্ষিন নগরবাথান ঈদগাঁ কমিটি গঠনের মিটিং চলাকালে আসামীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর হামলা করে।