সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক চিত্র পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম। রবিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিন গেটের সামনে এ ঘটনা ঘটে। তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে দু ঘন্টা আটকে রেখে মোবাইলে ধারনকৃত ছবি ও ভিডিও চিত্র মুছে ছেড়ে দেন।
জানা গেছে, একটি প্রভাবশালী চক্র সোনাপুর এলাকায় সরকারি জমি দখল করে পাকাস্থাপনা তৈরি করছে। এই নিউজ সংগ্রহে গিয়ে হেনস্থার শিকার হন শহিদুল ইসলাম।
স্থানীয়রা এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।