রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি পরিবারের চলাচলের রাস্তায় বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। ঘটনাটি ঘটেছে কালুখালীর কালিকাপুর ইউনিয়নের সাতোটা গ্রামে। ভুক্তভোগী পরিবার প্রধানের নাম আমজাদ হোসেন।
আমজাদ হোসেন জানান, আমি ৩০ বছর ধরে সাতোটা গ্রামে বসবাস করছি। ইতোমধ্যে আমার বাড়ীটিতে দ্বিতল ভবন গড়ে তুলেছি। বাড়ীর প্রবেশ পথ একটি। গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে প্রতিবেশি আকিদুল, রেজাউল ও মন্টু আমার বাড়ীর প্রবেশ পথে বাঁশ ও টিন দিয়ে ২ ধাপ বেড়া দিয়ে আমার বাড়ীর প্রবেশ পথ বন্ধ করে দেয়। এতে আমি বাড়ী থেকে বের হতে পারছি না। বাড়ীর সামনে মসজিদ থাকলেও নামাজ পরতে পারছি না। দুই মেয়ে স্কুলে যেতে পারে না। আমার ভাই এ ব্যাপারে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
প্রতিবেশি আকিদুল জানায়, বাড়ীর প্রবেশ পথ আমাদের নামে রেকর্ড হয়েছে। তাই বন্ধ করেছি। ওদের নামে কোন রেকর্ড নেই।