রাজবাড়ীর কুষ্টিয়া মহাসড়কের দৃশ্যপট পাল্টে দিয়েছে পাংশা হাইওয়ে থানা পুলিশ। তাদের তৎপরতায় এ পথে অপরাধ অনেকটাই কমে এসেছে। পাংশা হাইওয়ে থানা পুলিশের নজরদারীর কারনে সড়কে অবৈধ থ্রি হুইলার, নসিমন, করিমন, মাহেন্দ্র, ইজিবাইক চলাচল বন্ধ হয়ে গেছে। রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে সড়ক দেশের পশ্চিম অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের গুরুত্বপূর্র্ণ রুট। প্রতিদিনই এ পথে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ীর দূরপাল্লার যান যাত্রী ও কাঁচামাল নিয়ে ঢাকায় যায়। ফলে প্রতিদিনই হাইওয়ে পুলিশকে ব্যস্ত থাকতে হয় সড়কটি নিয়ে। তারপরও গোপনে অবৈধ যানবাহন ঢুকে পড়ায় মাঝে মধ্যে দুর্ঘটনা কবলে পড়ে যাত্রীবাহী বাস। এসব দেখে কঠোর অবস্থান দিয়েছে হাইওয়ে পুলিশ। পুলিশের কঠোরতায় সড়কটিতে আর অবৈধ যানবাহন ঢুকছে না। ফলে অনেকটা নিরাপদ হাইওয়ে সড়ক। হাইওয়ে সড়কের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, নিয়মিত সড়ক দূর্ঘটনা রোধ করতে অবৈধ থ্রি হুইলার, নসিমন, করিমন, মাহেন্দ্র, ইজিবাইক চলাচলের উপর নিষিদ্ধ ঘোষণা করেছি। এছাড়াও হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটর সাইকেল আটক ও মামলা দেওয়া হচ্ছে। গত মার্চ মাসে ১৫৮ টি মামলা প্রদান করা হয়েছে। সম্প্রতি হাইওয়ে রোডে থ্রি হুইার চলাচল একেবারে বন্ধ। আগামী ঈদুল ফিতরে মানুষ যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে সেজন্য টহল জোরদার করা হয়েছে। সড়কে কোন প্রকার চাঁদাবাজী বা কালোবাজারী করতে দেওয়া হবেনা। রোডে ইজি বাইকের চলাচল নেই বললেই চলে।