রাজবাড়ী-পোড়াদহ রেলপথের রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের মতিন খানের ছেলে। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। রাজবাড়ী রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি পাংশার কুড়াপাড়া রেল ক্রসিং অতিক্রম করার সময় ওই ভ্যানচালক ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে রেল ক্রসিংয়ে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় তার দেহ দ্বিখন্ডিত হয়ে যায়। দুমড়ে মুচড়ে যায় তার ভ্যানটিও। কুড়াপাড়া এলাকার বাসিন্দা চায়না খাতুন নামে এক গৃহবধূ জানান, তিনি ট্রেন আসতে দেখে ওই ভ্যানচালককে নিষেধ করেছিলেন। কিন্তু সে তার কথা না শুনে ভ্যান নিয়ে রেল লাইনে উঠে যান। পরে তিনি জানতে পারেন ওই ব্যক্তি কানে শুনতনা কথাও বলতে পারত না। রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।