মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পুলিশের আয়োজনে সিসি ক্যামেরার উদ্বোধন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ বিকেলে নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন করেন রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. শাকিলুজ্জামান এর সভাপতিত্বে পুলিশ পরিদর্শক প্রানবন্ধু বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, পাংশা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আওয়ামী সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। যাতায়াত ব্যবস্থা, ১৫ টাকা কেজি দরে চাল, বিভিন্ন প্রকারের ভাতা, গৃহহীন ও ভ’মিহীনদের ঘর প্রদান সহ উন্নয়ন অব্যহত রয়েছে। পুনরায় সরকার গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। জেলার সকল গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সকলের পারস্পরিক সহযোগিতায় আইন শৃংখলার উন্নয়ন করতে হবে। অপরাধীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী জেলা পুলিশ পুরষ্কার পেয়েছে। এ অবদান জেলার শান্তিপ্রিয় মানুষের। অপরাধ করে কেউ রেহাই পাবে না। অপরাধিরা সাবধান হয়ে যান কর্তাবাবুদের সাথে সেলফি তুলে ছবি সোনা ডাকাতি,মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ করবেন এটার সুযোগ পাবেন না। রাজবাড়ী জেলা পুলিশ ২৪ ঘন্টা কাজ করছে।