গোয়ালন্দ প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শনিবার দিনব্যাপী করোনা ভাইরাস প্রতিশেধক ভ্যাকসিন প্রদান করা হয়েছে। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ৯টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ টিকা কার্যক্রম। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় ১ নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ ইন্সপেক্টর সাহেদা বেগমের উপস্থিতিতে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ জুলফিকার আলীর দিক নির্দেশনায় দিন ব্যাপী ৪৮০ জন নারী-পুরুষের মাঝে ভ্যাকসিন প্রদান করা হয়। এদের মধ্যে পুরুষ ২৮৩ জন নারী ১৯৭ জন রয়েছে। এসময় ভ্যাকসিন প্রদান কর্মসূচী প্রদান কেন্দ্র পরিদর্শননে আসেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, পায়াকট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, কাউন্সিলর রেনু আক্তার, প্যারামেডিক শিহাব উদ্দিন, মো. সাব্বির, ফয়জুন নাহার বৃষ্টি, বেদেনা আক্তার,খাদিজা আক্তার প্রমুখ।