র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার ভোরে কিশোর গ্যাংয়ের সদস্য ২ সহোদরকে গ্রেফতার করেছে। তারা হলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জামিল মোল্লার ছেলে শাকিল মোল্লা (১৮) ও আাকাশ মোল্লা (২২)।
র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৩ এপ্রিল বোয়ালমারির অভিযুক্ত কিশোর গ্যাং এর ১ জন সদস্য অন্য এক দল কিশোরকে ইংগিত করে ফেসবুকে হামলার হুমকিসহ স্ট্যাটাস দেয়। এরই জের ধরে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৫ এপ্রিল ২০২৩ তারিখে রাত সাড়ে ১০টার দিকে বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী গুয়োতলার মেলা দেখে ফেরার সময় পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গেটে পৌঁছালে কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্মী স্টাইলে হামলা করে। এ সময় হামলাকারীরা চারদিক থেকে ঘিরে বেধড়ক পিটিয়ে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সিফাত শেখ (১৬) এবং নিয়ামুল ইসলাম নাঈম (১৫) এর মাথা, হাত ও বামপাঁজর এবং সিফাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকে মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প বিশেষ গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই প্রেক্ষিতে, র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চালিনগর গ্রামস্থ এলাকা থেকে উল্লেখিত কিশোর গ্যাং এর দুই সদস্যকে গ্রেপ্তার করে। আসামিদের ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়।