‘শক্তিশালী নারী নেতৃত্ব: সমতাপূর্ণ আগামীর জন্য’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ডা. পূর্ণিমা দত্তকে সভাপতি ও ক্রিস্টিয়া মারিও রেখা দাসকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
প্রথম অধিবেশনে আলোচনা সভা ও গণসঙ্গীত অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা মহিলা পরিষদের বিদায়ী সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শিপ্রা রায়, লিগ্যাল এইড উপ কমিটির সম্পাদক রেখা সাহা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক কমিটির সম্পাদক খোরশেদা ইমাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যড. দেবাহুতি চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য রুবি রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী জেলা মহিলা পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক ডা. পূর্ণিমা দত্ত। কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সম্মেলন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।