রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্তে এসে অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব) শিবির বিচিত্র বড়ুয়া। বুধবার তিনি সরেজমিন তদন্তে এসে এ মন্তব্য করেন। জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় করোনাভাইরাস মহামারিতে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জেলা পরিষদের কয়েকজন সদস্য অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে বুধবার বেলা ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তদন্তের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব) শিবির বিচিত্র বড়ুয়া জেলা পরিষদ পরিদর্শন করেন। গত ০৪/০৫/২০২০ ইং তারিখে অভিযোগকারীগণ উল্লেখ করেছেন, করোনা মহামারীর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজবাড়ী জেলা পরিষদকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৭ লক্ষ টাকা অনুদান মঞ্জুরী করেছেন যা জেলা পরিষদ চেয়ারম্যান প্রকাশ না করে আত্মসাৎ করেছেন। অথচ ১৮/০৫/২০২০ ইং তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়করন করা হয়। এই বিষয়টি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব), শিবির বিচিত্র বড়ুয়া এই অভিযোগটি হাস্যকর বলে মন্তব্য করেন।