নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় রাজবাড়ীর গোয়ালন্দে ছয় ও কালুখালীতে এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে।
রোববার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে কলাবাগান, অন্তারমোড় এবং ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওসমান মন্ডল, সেলিম সরদার, নিজাম সরদার, বাচ্চু সরদার, ফজলু চৌধুরী ও ইউসুফ চৌধুরীকে নদী থেকে আটক করা হয় এবং মা ইলিশ আহরণের দায়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
অভিযানকালে জব্দ ১০হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান।
অপরদিকে শনিবার কালুখালী উপজেলার পদ্মা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২’ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী। এ অভিযানে আরও অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা, কালুখালীসহ কালুখালী থানা পুলিশের একটি চৌকস দল। নিষিদ্ধ সময়ে মাছ আহরণ করার অপরাধে ১ জন জেলেকে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।